সৌদি আরব পৌঁছেছেন ১২ হাজার ৫৮৩ হজযাত্রী

পবিত্র হজ পালনে গত দু’দিনে সৌদি আরব পৌঁছেছেন ১২ হাজার ৫৮৩ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৪৯৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৮৭ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৭টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৮টিসহ ৩৫টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে ।

এদিকে গতকাল (শনিবার) রাত ১০ টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মদিনা গমন, চিকিৎসা সেবা এবং খাবার ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন মক্কাস্থ মৌসুমী হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *