সৌদি আরবে মূল্যস্ফীতির হার ১.২%

স্টাফ রিপোর্টার

জানুয়ারিতে সৌদি আরবের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১ দশমিক ২ শতাংশ। দেশটির জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিকসের (জিএএসটিএটি) তথ্য বলছে, খাদ্য ও পরিবহন ব্যয় বাড়া সত্ত্বেও জানুয়ারিতে মূল্যস্ফীতির হার বিদায়ী বছরে ডিসেম্বরের সমানই রয়েছে। খবর আরব নিউজ।

জিএএসটিএটির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ভোক্তা মূল্যসূচকে (সিপিআই) ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি ছিল। পরিবহন এবং খাদ্য ও পানীয়র দাম বৃদ্ধিকে এর জন্য দায়ী করেছে প্রতিষ্ঠানটি। গত বছর ডিসেম্বরে সিপিআই সূচকে পরিবহন ব্যয় বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ২ শতাংশ। জানুয়ারিতে তা কমে ৪ দশমিক ৯ শতাংশে স্থির হয়েছে। এদিকে শিক্ষা এবং রেস্তোরাঁ ও হোটেল ব্যয়ও বেড়েছে। ডিসেম্বরে শিক্ষার ব্যয় বৃদ্ধি ছিল ৪ দশমিক ৮ শতাংশ। জানুয়ারিতে তা ৬ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়।

রেস্তোরাঁ ও হোটেল ব্যয় দশমিক ৩ শতাংশ বেড়ে ২ দশমিক ১ শতাংশে উন্নীত হয়। জানুয়ারিতে খাদ্য ও পানীয়র মূল্য আগের মাসের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহের শুরুতে সৌদির কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় মূল্যস্ফীতি অল্প হারে বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *