সৌদি আরবে নজিরবিহীন বেড়েছে ই-কমার্স নিবন্ধন

স্টাফ রিপোর্টার

সৌদি আরবে নাগরিকদের মধ্যে অনলাইনে কেনাকাটার প্রবণতা অন্য যেকোনো সময়ের তুলনায় বেড়েছে, যা দেশটির ই-কমার্স ব্যবসায় আশীর্বাদ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) খাতটি নজিরবিহীন প্রবৃদ্ধি দেখেছে। এ সময় নিবন্ধিত ই-কর্মাস প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩১৪। খবর আরব নিউজ।

সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের সংখ্যা ছিল ২৯ হাজার ৭। সে হিসাবে চলতি বছরের একই সময় নিবন্ধনের হার বেড়েছে ২১ শতাংশ।

সারা দেশের মধ্যে নিবন্ধনের শীর্ষে রিয়াদ। দ্বিতীয় প্রান্তিকে সেখানে নিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬। এছাড়া মক্কায় ৯ হাজার ৮০টি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৫ হাজার ৬৯৯টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। অন্যদিকে মদিনায় ১ হাজার ৭৫৬টি, কাসিমে ১ হাজার ২০৪টি এবং আসিরে ১ হাজার ৮০টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে।

ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রামের আওতায় সৌদি আরব ডিজিটাল ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার জোর প্রয়াস চালাচ্ছে। এক্ষেত্রে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ই-কমার্স খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ই-কমার্স খাতে শীর্ষ ১০ উন্নয়নশীল দেশের মধ্যে একটি সৌদি আরব। এ খাতে বার্ষিক প্রবৃদ্ধির হার ৩২ শতাংশ ছাড়িয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে লজিস্টিকস খাতে ই-কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন গত বছরের একই সময়ের তুলনায় ৮৩ শতাংশ বেড়েছে। নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৮।

বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন করে ২৪টি প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে। দ্বিতীয় প্রান্তিকে মোট ‍নিবন্ধিত প্রতিষ্ঠানের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২০২টিতে, যা গত বছরের একই সময় ছিল ১ হাজার ৭৬৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *