সৌদি আরবে জ্বালানি তেলবহির্ভূত কার্যক্রম বেড়েছে
জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে নানা পদক্ষেপ নিয়ে সফলতা পাচ্ছে সৌদি আরব। লক্ষ্যপূরণে বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি দেখেছে দেশটি। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (জিএস্ট্যাট) তথ্যানুসারে, তেলবহির্ভূত অন্যান্য খাতের উন্নতিতে ভর করে বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদন ২০২২ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। খবর আরব নিউজ।
এবারের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চালকের আসনে ছিল তেলবহির্ভূত কার্যক্রম। দ্বিতীয় প্রান্তিকে তেল ব্যতীত অন্যান্য ব্যবসা কার্যক্রম বার্ষিক ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সৌদি আরবের ভিশন ২০৩০ লক্ষ্যমাত্রার গুরুত্বপূর্ণ এজেন্ডা তেলবহির্ভূত ব্যবসাকে শক্তিশালী করা। বাদশা মোহাম্মদ বিন সালমানের সরকার জ্বালানি তেলের ওপর অতি নির্ভরশীলতা কাটাতে অর্থনীতিতে বৈচিত্র্য আনার টার্গেট নিয়েছে।