সৌদি আরবের বাজেট উদ্বৃত্ত ২ হাজার ৭৬৮ কোটি ডলার

স্টাফ রিপোর্টার

তেলের উচ্চমূল্যে ভর করে গত বছর সৌদি আরবের বাজেট উদ্বৃত্ত ২ হাজার ৭৬৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এতে প্রায় ১০ বছর পর বাজেট উদ্বৃত্ত দেখল মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতিটি।

সম্প্রতি প্রকাশিত দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে সৌদি আরবের বাজেট উদ্বৃত্ত ছিল ১০ হাজার ৩৯০ কোটি সৌদি রিয়াল বা ২ হাজার ৭৬৮ কোটি ডলার।

গত বছর সৌদি আরবের রাজস্ব আয় ট্রিলিয়ন-রিয়ালের সীমা অতিক্রম করেছে। অর্থ মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে দেশটির রাজস্ব আয় ছিল ১ দশমিক ২৭ ট্রিলিয়ন রিয়াল বা ৩৩ হাজার ৮০০ কোটি ডলার। ২০২১ সালের ২৫ হাজার ৭০০ কোটি ডলারের চেয়ে যা ৩১ শতাংশ বেড়েছে। গত বছর দেশটির মোট সরকারি ব্যয় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ১৬ ট্রিলিয়ন রিয়াল বা ৩০ হাজার ৯০০ কোটি ডলার।

গত বছর সৌদি আরবের বাজেট উদ্বৃত্তে সবচেয়ে বড় ভূমিকা ছিল জ্বালানি তেলের। ২০২২ সালে সৌদি আরবের জ্বালানি তেল রফতানি হয়েছে ৮৫ হাজার ৭৩০ কোটি রিয়াল বা ২২ হাজার ৮৩০ কোটি ডলার। ২০২১ সালের চেয়ে জ্বালানি তেল থেকে আয় ৫২ শতাংশ বেড়েছে।

জ্বালানি তেলের পাশাপাশি গত বছরের দ্বিতীয়ার্ধে তেলবহির্ভূত খাত থেকেও রাজস্ব বেড়েছে সৌদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *