সৌদি অর্থনীতি সম্প্রসারিত হয়েছে ৬.৮%

স্টাফ রিপোর্টার

গত বছরের শেষ প্রান্তিকে সৌদি আরবের প্রকৃত মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ২০২০ সালের একই প্রান্তিকের চেয়ে বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস (জিএস্ট্যাট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জিএস্ট্যাটের প্রতিবেদনে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তেলের চাহিদা চড়া থাকায় দেশটির প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রেখেছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতিটির তেল খাতের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৮ শতাংশ। এছাড়া তেলবহির্ভূত খাতেও ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। দেশটির অন্যান্য রাষ্ট্রায়ত্ত সেবা খাতের প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪ শতাংশ। সৌদি গ্যাজেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *