সৌদির বৈদেশিক বাণিজ্যের আকার ১৭,২০০ কোটি ডলার
এক বছরে সৌদির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ১৭ হাজার ২০০ কোটি ডলার বলে জানিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্যের সাধারণ কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি। ২৪-২৫ আগস্ট ভারতের জয়পুরে অনুষ্ঠিত জি২০ বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে এ তথ্য জানান তিনি। খবর অ্যারাবিয়ান বিজনেস।
‘বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য বাণিজ্য ও ডব্লিউটিও সংস্কার’বিষয়ক অধিবেশন চলাকালীন সৌদির ভিশন-২০৩০ সালের আলোকে সৌদি অর্থনীতিতে সংস্কারের প্রভাব পর্যালোচনা করেন। দেশটি আঞ্চলিক ও বিশ্বব্যাপী সৌদি অর্থনীতির একীকরণ বাড়ানোর জন্য উল্লেখযোগ্য উদ্যোগ শুরু করেছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘এক বছরে দেশটির বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির পরিমাণ ছিল ১৭ হাজার ২০০ কোটি ডলার। জ্বালানি তেলবহির্ভূত খাতে রফতানির পরিমাণ ২০১৮-২০২২ সালের মধ্যে ৪০ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭০ কোটি ডলারে পৌঁছেছে। সৌদি রফতানি আমদানি ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণের পরিমাণ ৪৬০ কোটি ডলার।’
তিনি আরো বলেন, ‘দেশটিতে মোট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সংখ্যা ১২০ ডলারে পৌঁছেছে, যা ৮০ শতাংশ কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এছাড়া ই-কমার্সের বার্ষিক বৃদ্ধি ২০১৬-২০২২ সালের মধ্যে ৩৩ শতাংশে পৌঁছেছে।’
ড. আল কাসাবি জোর দিয়ে বলেন, ‘দেশটি গত বছরগুলোয় গৃহীত সংস্কারের ফলস্বরূপ প্রচুর মুনাফা অর্জন করেছে এবং ডিজিটাল রাইজার ২০২১ সালের রিপোর্ট অনুসারে, ডিজিটাল প্রতিযোগিতায় জি২০ দেশগুলোর মধ্যে দ্বিতীয়।