সৌদির বাণিজ্য প্রবৃদ্ধিতে রেকর্ড
মে মাসে সর্বোচ্চ বাণিজ্য প্রবৃদ্ধির রেকর্ড করেছে সৌদি আরব। জ্বালানি তেলের বিক্রি বেড়ে যাওয়া এবং তেলবহির্ভূত বাণিজ্য ঘাটতি স্থিতিশীল থাকায় বাণিজ্য প্রবৃদ্ধি ২০১৭ সালের পর সর্বোচ্চে পৌঁছেছে। খবর আরব নিউজ।
জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (জিএস্ট্যাট) সংশোধিত তথ্য বলছে, অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলসহ সৌদি আরবের মোট পণ্য রফতানি ২০২২ সালের মে মাসে ৮৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪১০ কোটি সৌদি রিয়ালে দাঁড়িয়েছে। এ বৃদ্ধির পেছনে মূলত প্রভাব রেখেছে জ্বালানি তেল রফতানি। যেটা একই সময়ে ১০৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৯৭০ কোটি সৌদি রিয়ালে গিয়ে পৌঁছেছে। ২০২১ সালের মে মাসে যেখানে মোট রফতানিতে জ্বালানি তেলের হিস্যা ছিল ৭২, সেটা ২০২২ সালের মে মাসে বেড়ে ৮০ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।
সৌদি আরবের মোট পণ্য রফতানিও বেড়েছে। মে মাসে পণ্য রফতানি ২১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৯০ কোটি সৌদি রিয়ালে দাঁড়িয়েছে।