সৌদির জ্বালানি তেল রফতানি ১৮ মাসের সর্বোচ্চে
অক্টোবরে টানা ছয় মাসের মতো সৌদি আরবের অপরিশোধিত তেল রফতানির পরিমাণ বেড়েছে। ২০২০ সালে এপ্রিলের পর অক্টোবরে দেশটির তেল রফতানির পরিমাণ সর্বোচ্চ স্তর স্পর্শ করে। এ সময় দেশটির দৈনিক তেল রফতানির পরিমাণ দাঁড়ায় ৬৮ লাখ ৩৩ হাজার ব্যারেল। সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল দৈনিক ৬৫ লাখ ১৬ হাজার ব্যারেল। সম্প্রতি এ তথ্য জানায় জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ (জেওডিআই)। খবর হেলেনিক শিপিং নিউজ।
অক্টোবরে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটির তেলপণ্যসহ মোট রফতানির পরিমাণ দাঁড়ায় দৈনিক ৮২ লাখ ৬০ হাজার ব্যারেল। এ সময়ে দেশটির দৈনিক অপরিশোধিত তেল উত্তোলনের পরিমাণ ১ লাখ ১৮ হাজার ব্যারেল বেড়ে দাঁড়ায় ৯৭ লাখ ৮০ হাজার ব্যারেল।
তেল রফতানিকারক দেশ ও তাদের সহযোগী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস জানায়, তারা তাদের দৈনিক উত্তোলন সীমা বজায় রাখার নীতিতে অটল থাকবে। এর আগে ২০২০ সালে কভিড-১৯-এর কারণে দৈনিক উত্তোলন সীমা রেকর্ড পরিমাণ কমিয়েছিল সংস্থাটি।
অক্টোবরে সৌদি আরবের অভ্যন্তরীণ অপরিশোধিত তেল শোধনাগারের দৈনিক উৎপাদন বেড়ে দাঁড়ায় ২৬ লাখ ১১ হাজার ব্যারেল। এ সময় সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহারের পরিমাণ দৈনিক ২ লাখ ১৫ হাজার ব্যারেল কমে দাঁড়ায় ৩ লাখ ২৮ হাজার ব্যারেলে।