সৌদির জ্বালানি তেলবহির্ভূত রফতানি বেড়েছে ৩১ শতাংশ
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি বেড়েছে। ওই সময়ে দেশটির রফতানি ৩১ শতাংশ বেড়ে ৮ হাজার ৬২০ কোটি সৌদি রিয়ালে (২ হাজার ৩০০ কোটি ডলার) দাঁড়িয়েছে। গত বছরের একই সময় রফতানি ছিল ৬ হাজার ৫৮০ কোটি সৌদি রিয়াল। দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (জিএএসটিএটি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিক থেকে দ্বিতীয় প্রান্তিকে রফতানি ৯ দশমিক ৭ শতাংশ বা ৭৬০ কোটি সৌদি রিয়াল বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে দেশটির পণ্যদ্রব্যের আমদানি বেড়ে ১৭ হাজার ১০০ কোটি সৌদি রিয়ালে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৭ শতাংশ বেশি। আগের প্রান্তিকের চেয়ে এটি ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সামগ্রিক পণ্য রফতানি ৮৫ দশমিক ১ শতাংশ বেড়ে ৪২ হাজার ৯৮০ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে। যেখানে ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে অর্থের হিসাবে রফতানির পরিমাণ ছিল ২৩ হাজার ২২০ কোটি সৌদি রিয়াল।
জিএএসটিএটির প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে দেশটির জ্বালানি তেলবহির্ভূত রফতানির প্রধান অংশ ছিল রাসায়নিক এবং এ-সংশ্লিষ্ট শিল্পগুলো। খাতটি মোট রফতানির ৩৫ দশমিক ৩ শতাংশ। এ সময়ে যন্ত্রপাতি, মেকানিক্যাল যন্ত্রাংশ এবং বৈদ্যুতিক সরঞ্জাম সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে, যা মোট পণ্য আমদানির ১৮ দশমিক ৯ শতাংশ।
জিএএসটিএটির ২০২২ সালে জুনের পরিসংখ্যানে বলা হয়েছে, পুনরায় রফতানিসহ দেশটির জ্বালানি তেলবহির্ভূত রফতানি ২৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এটি গত বছরের একই সময়ের ২ হাজার ৩৭০ কোটি সৌদি রিয়াল থেকে বেড়ে ৩ হাজার ১০ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে।
মাসিক জ্বালানি তেলবহির্ভূত রফতানি গত মে মাস থেকে ১৯০ কোটি সৌদি রিয়াল বেড়েছে। যেখানে পুনরায় রফতানি ১৩০ কোটি এবং জ্বালানি তেলবহির্ভূত রফতানি বেড়ে ৬৪ কোটি ২০ লাখ সৌদি রিয়ালে দাঁড়িয়েছে। এ সময়ে পুনরায় রফতানি ২০২১ সালের জুন থেকে ১১১ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
প্রতিবেদন অনুসারে, জুনে সামগ্রিক রফতানি বছরে ৭৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময়ে ৮ হাজার ৪৩০ কোটি সৌদি রিয়াল থেকে ১৪ হাজার ৭৭০ কোটি সৌদি রিয়াল হয়েছে।
বাণিজ্যিক অংশীদারদের বিবেচনায় সৌদির আরবের রফতানির তালিকায় থাকা দেশগুলোর শীর্ষে রয়েছে চীন। মোট রফতানির ১৪ দশমিক ১ শতাংশই গিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে। তালিকায় পরের দেশ দুটি হলো জাপান ও ভারত। মোট রফতানিতে দেশ দুটির হিস্যা ১০ শতাংশ করে।