সৌদির খনিজ উত্তোলন শিল্পের রেকর্ড আয়
স্টাফ রিপোর্টার
চলতি বছর খনিজ উত্তোলন শিল্পে রেকর্ড আয় করেছে সৌদি আরব। সম্প্রতি আয়সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার।
এক বিবৃতিতে দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ২০২১ সালের প্রথম ১০ মাসে খনিজ খাতের আয় ৭২ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল বা ১৯ কোটি ২৮ লাখ ডলারে পৌঁছেছে। এ সময় ৬৯০টির বেশি প্রতিষ্ঠানকে মাইনিং লাইসেন্স দেয়া হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে খনিজ উত্তোলন খাতের আয় ২০২০ সালের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে। ভিশন ২০৩০-এর অধীনে জ্বালানি ও পেট্রোকেমিক্যালের পর সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের তৃতীয় পিলার হচ্ছে খনিজ উত্তোলন। অপরিশোধিত জ্বালানি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছে দেশটি।