সৌদির ই-কমার্স বাজার তেরোশ কোটি ডলার ছাড়াবে
কেনাকাটার সহজ মাধ্যম হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে ই-কমার্স। কভিড-১৯ মহামারীতে ইন্টারনেটভিত্তিক কেনাকাটার এ প্রবণতা আরো বেড়েছে। এ ধারাবাহিকতায় ২০২৫ সাল নাগাদ সৌদি আরবের ই-কমার্স বাজার ১ হাজার ৩৩০ কোটি ডলারে পৌঁছবে। মার্কিন ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপের একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
মেটা প্লাটফর্মের সহযোগিতায় তৈরি এ প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি বিভাগে অনলাইন বিক্রি বার্ষিক ৬০ শতাংশ বেড়েছে। তবে সীমিত পণ্যের মজুদ ও একদিনে পণ্য সরবরাহের ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে।
কভিড-১৯ মহামারী ভোক্তাদের ই-কমার্সে স্থানান্তরকে ত্বরান্বিত করেছে। এখন আরো বেশি গ্রাহক অনলাইনে কেনাকাটা করছেন। মাস্টারকার্ডের সমীক্ষা অনুসারে, মহামারীর আগের তুলনায় সৌদি আরবের প্রায় ৭৭ শতাংশ গ্রাহক এখন ঘন ঘন অনলাইনে কেনাকাটা করছেন। দেশটিতে সরাসরি দোকানের তুলনায় অনলাইন কেনাকাটার হার মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের গড় ৭৩ শতাংশকে ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত সম্প্রসারণ সত্ত্বেও বিভাগটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশ্বজুড়ে গড়ে ১৮ শতাংশ খুচরা বিক্রি অনলাইনে সম্পাদিত হয়। যেখানে সৌদিতে এ হার ৮ শতাংশ। শীর্ষস্থানীয় ই-কমার্স বাজারে অনলাইনে বিক্রির হার ৩০-৪০ শতাংশ।
পরামর্শক প্রতিষ্ঠান এটি কারনি পূর্বাভাস দিয়েছে, উপসাগরীয় দেশগুলোর ই-কমার্স রাজস্ব ২০১৫ সাল থেকে পাঁচ গুণ বেড়ে গত বছর ২ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে। তাছাড়া ভোক্তাদের আচরণ স্থায়ীভাবে অনলাইনমুখীও হচ্ছে।