সৌদিতে বিনিয়োগ করবে থাই আর্থিক প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

সৌদি আরব ও থাইল্যান্ডের মধ্যকার সম্পর্কোন্নয়ন অব্যাহত থাকায় দেশটিতে ৩ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করতে প্রস্তুত বিভিন্ন থাই প্রতিষ্ঠান। খবর আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির তথ্যানুসারে, থাই চেম্বার অব কমার্সের চেয়ারম্যান সনান আঙ্গুবোলকুল রিয়াদে সৌদি-থাই ব্যবসা সম্মেলনের বৈঠকে এ তথ্য প্রকাশ করেন।

তিনি ২০২২-কে সৌদি আরব ও থাইল্যান্ডের জন্য একটি ‘চমৎকার’ বছর উল্লেখ করে জানান, দেশ দুটির মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ফলে ৩০ কোটি ডলারের অধিক মূল্যের বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তির প্রত্যাশা করা হচ্ছে।

থাইল্যান্ডের আটটি কোম্পানি সৌদি আরবের বিদ্যুৎ শক্তি খাত এবং অপরিশোধিত জ্বালানি তেল মজুদ শিল্পে বিনিয়োগে আগ্রহী। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাইয়ের সরকারি সফরের সময় ফেডারেশন অব সৌদি চেম্বার্স (এফএসসি) সম্মেলনটির আয়োজন করে। এফএসসি সভাপতি হাসান বিন মুজিব আল-হুওয়াইজি সৌদি আরব ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতার বিভিন্ন খাত এবং তা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। আল-হুওয়াইজি জানান, দুই দেশের নেতাদের সফর, সৌদি-থাই সমন্বয় পরিষদ ও যৌথ ব্যবসায় পরিষদ প্রতিষ্ঠায় সৌদি-থাই সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *