সোশ্যাল ইসলামী ব্যাংক ও আই-ফারমারের মধ্যে সমঝোতা স্বাক্ষর
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ‘আই-ফারমার’-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের উপস্থিতিতে ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স বিভাগের প্রধান সাদাত আহমাদ খান এবং আই-ফারমারের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. ফাহাদ ইফাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে কৃষি বিনিয়োগ বিতরণ, কৃষকদের ফসল উৎপাদনে আধুনিক পদ্ধতির ব্যবহারবিষয়ক পরামর্শ দেওয়া এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য বিকল্প সাপ্লাই চেইন তৈরীর উদ্দেশ্যে ওই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়। বিজ্ঞপ্তি