সোনালী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন

স্টাফ রিপোর্টার

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজিএমইএর জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একইদিন বাদ মাগরিব কুমিল্লার মিয়ার বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শিল্প উদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুস সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ছিলেন।

দেশের সোয়েটার শিল্পের জনক হিসেবে পরিচিত মোস্তফা গোলাম কুদ্দুস বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেন। যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। একজন মুক্তিযোদ্ধা ও নিবেদিত দেশপ্রেমিক হিসেবে তিনি বাংলাদেশের উন্নতি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন।

আরএমজি, টেক্সটাইল এবং আর্থিক খাতে তার অসামান্য অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। মোস্তফা গোলাম কুদ্দুস শুধু শিল্পের অগ্রগতি ঘটাননি, তার অদম্য মানসিকতা ও অঙ্গীকার দিয়ে অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছেন। সত্যিকারের একজন নায়কের মতো তিনি তার জীবন যাপন করেছেন এবং জাতির জন্য নিরলস লড়াই করেছেন। তার অমূল্য অবদান আমাদের ইতিহাসে স্থায়ী স্মৃতি হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *