সোনালী ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হলো মতিউর রহমানকে

স্টাফ রিপোর্টার

ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সদস্য মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৩ জুন ২০২৪) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তিনি যোগ দেননি।

তথ্যটি নিশ্চিত করে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী সাংবাদিকদের জানান, মতিউর রহমান আর কখনও সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় আসবেন না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আগামী বছরের ৩১ জানুয়ারি তার মেয়াদ পূর্ণ হওয়ার কথা। দুর্নীতির মাধ্যমে ব্যাপক অর্থের মালিক হওয়ার খবরে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরিয়ে দিলো সরকার। এছাড়া এনবিআরের সদস্য পদ থেকে তাকে ওসডি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *