সোনার দাম ভরিতে বাড়ল ১৭৪৯ টাকা

স্টাফ রিপোর্টার

দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। ভালো মানের প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে, বৃহস্পতিবার (৮ জুন) থেকে ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়। আজ (৭ জুন) প্রতি ভরি সোনা ৯৬ হাজার ৬৯৫ টাকা বিক্রি হয়েছে।

বুধবার (৭ জুন) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জুন) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬৭ হাজার ১২৭ টাকায় বিক্রি হবে।

অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত আছে।

বুধবার (৭ জুন) ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬৫ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *