সেলিম আর এফ হোসেন এবিবি’র নতুন চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার

ব্র্যাক ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন দুই বছরের (২০২২-২০২৩) জন্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর, ২০২১) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এবিবি এর ২৪তম বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।  শুক্রবার (৩১ ডিসেম্বর, ২০২১) সংস্থার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেলিম আর এফ হোসেন এর নেতৃত্বে নতুন বোর্ড অব গভর্নরস শনিবার (০১ জানুয়ারি, ২০২২) দায়িত্ব গ্রহণ করেন। ক্যারিয়ার ব্যাংকার, সেলিম আর এফ হোসেন এর আছে দক্ষিণ এশিয়ার আর্থিক প্রতিষ্ঠানে ৩৫ বছরের কাজের অভিজ্ঞতা। তিনি বাংলাদেশের দু’টি বৃহত্তম বহুজাতিক ব্যাংক এএনজেড গ্রিন্ডলেইজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশের বৃহত্তম নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান – আইডিএলসি ফাইন্যান্স গ্রুপ–এ যোগদান করেন। তিনি ছয় বছর আইডিএলসি ফাইন্যান্স, আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইডিএলসি সিকিউরিটেজ লিমিটেড এর নেতৃত্ব দেন। ২০১৫ সালের শেষের দিকে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং বর্তমানে এ দায়িত্বেই আছেন।

সেলিম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং-এ স্নাতক ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (মেজর ইন ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন। ঘুরতে যাওয়া ও বিভিন্ন ধরনের খাবারের অভিজ্ঞতা নেওয়া তাঁর অন্যতম শখ । তিনি ক্রিকেট ও ফুটবল খেলার একনিষ্ঠ সমর্থক ও ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *