সেভিয়ার কাছে ২-০ গোলে বার্সেলোনর হার
ফলে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরে গিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে দ্বিতীয় লেগে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে না পারলে চলতি মৌসুমের কোপা দেল রে শিরোপা জেতার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
বুধবার রাতে সেভিয়ার মাঠে মেসিকে দলেই রাখেননি ভালভার্দে। সে ফায়দা নিয়ে ঘরের মাঠে বার্সাকে হারিয়ে দিয়েছে সেভিয়া। তবে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন সেভিয়ার স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া। দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগার পাস গোলমুখে পেয়ে ৭৬তম মিনিটে অনায়াসে জালে ঠেলে দেন ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েডার।
প্রথম লেগে ২-০ গোলে হেরে যাওয়ায় শিওপা জেতার স্বপ্ন বেশ কঠিন হয়ে গেল বার্সেলোনার জন্য। আগামী ৩১ জানুয়ারি একই প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগ খেলতে নামবে কাতালুনিয়ানরা। সে ম্যাচে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে তাদের।
লেগানেসের বিপক্ষে লা লিগার সবশেষ ম্যাচেও মেসিকে শুরুর একাদশে রাখেননি বার্সা কোচ আর্নেস্ত ভালভার্দে। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই নামানো হয়েছিল মেসিকে, এক গোল করে দলের জয়ে অবদানও রেখেছিলেন তিনি।