সুয়েজ খালে জাহাজ চলাচলে ফি বাড়াচ্ছে মিশর

স্টাফ রিপোর্টার

সুয়েজ খালের ট্রানজিট ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে মিশর। জলযানের ধরন হিসেবে খরচের হার ১০ থেকে ১৫ শতাংশ বাড়ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ফি কার্যকর হবে। খবর রয়টার্স।

গতকাল শনিবার এক বিশেষ বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষ জানায়, তেল ও পেট্রোলিয়াম পরিবহনকারী জাহাজের জন্য ১৫ শতাংশ এবং অন্যান্য কার্গো ও ক্রুজ শিপের জন্য ১০ শতাংশ হারে ফি বাড়ানো হচ্ছে।

বৈশ্বিক মুদ্রস্ফীতির ফলে জলপথে চলাচল এবং সেবা সংক্রান্ত খরচ বেড়ে গেছে। এ জন্য ট্রানজিট ফি বাড়ানোকে অবশ্যম্ভাবী বলে দাবি করেছেন কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি।

বৈশ্বিক বাণিজ্যের ১০ শতাংশ পরিবহনে ব্যবহৃত হওয়া সুয়েজ খাল মিশরের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস।

মিশর বর্তমানে অর্থনৈতিক মন্দা অতিক্রম করছে। খাদ্য ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বৈদেশিক মুদ্রা সংস্থানে নানা উদ্যোগ নিচ্ছে।

কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, ২০২০ সালে সুয়েজ খাল দিয়ে অতিক্রম করেছিল ১৮ হাজার ৮৩০টি জাহাজ। ২০২১ সালে অতিক্রম করে ২০ হাজার ৬৪৯টি। অর্থাৎ এক বছরে জাহাজ চলাচল বাড়ার হার ১০ শতাংশ। গত বছরে এই খাত থেকেই আদায়কৃত রাজস্ব ছিল ৬৩০ কোটি ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *