সুয়েজ খাল হয়ে শিপিং কমেছে দুই-তৃতীয়াংশ
স্টাফ রিপোর্টার
বিশ্বের অন্যতম ব্যস্ত রুট সুয়েজ খাল হয়ে গত এপ্রিলে ২০২৩ সালের একই সময়ের তুলনায় শিপিং কমেছে দুই-তৃতীয়াংশ। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত অক্টোবরে গাজায় হামলার প্রতিক্রিয়ায় লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে— এমন জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ফলে সময় ও আর্থিক ক্ষতি স্বীকার করে শিপিং কোম্পানিগুলো বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হয়। একই সময়ে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে শিপিংয়ের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। সুয়েজ খালে চলাচল কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অর্থনীতি। খবর আনাদোলু ও ছবি এপি