সুদহার বাড়াতে পারে ফেডারেল রিজার্ভ

স্টাফ রিপোর্টার

চলতি বছর সাতবারের মতো সুদহার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকার (বিওবি) অর্থনীতিবিদরা। তারা জানায়, ২৫ ভিত্তি পয়েন্ট অনুসরণে চলতি বছর সাতবারের মতো সুদহার বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, যা আগামী মার্চে শুরু হবে। যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যাংকগুলোর প্রাক্কলনের তুলনায় ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধি নিয়ে ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস যথেষ্ট আগ্রাসী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

বুধবার ফেডারেল রিজার্ভ জানায়, তারা মার্চ থেকে সুদহার বাড়াতে পারে। একই সঙ্গে মার্চে বন্ড ক্রয় বন্ধ করে দেবে বলেও জানায় ফেডারেল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েলের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনার প্রতিশ্রুতি হিসেবে এমনটা করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার পর ব্যাংক অব আমেরিকার অর্থনীতিবিদরা সুদহার ক্রমাগতভাবে বাড়তে পারে বলে ধারণা করছেন।

ব্যাংক অব আমেরিকার মতো অন্য ব্যাংকগুলোও ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদহার বাড়ার প্রাক্কলন করেছে। ডয়েচে ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী চলতি বছর ফেডারেল রিজার্ভের সুদহার পাঁচবারের মতো বাড়তে পারে, টিডি সিকিউরিটিজের প্রাক্কলন অনুযায়ী এটি চারবারের মতো বাড়তে পারে এবং বিএনপি পারিবাসের প্রাক্কলন অনুযায়ী সুদহার সর্বোচ্চ ছয়বার বাড়তে পারে। ফেডারেল ফান্ড ফিউচার ব্যবসায়ীরা বছরের শেষ নাগাদ প্রায় পাঁচটি সুদহার বৃদ্ধিতে মূল্য নির্ধারণ করেছে। এর মধ্যে সেপ্টেম্বরের মধ্যেই চারবার সুদহার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

একই সঙ্গে চলতি বছরের জন্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৬ শতাংশ করেছে বিওবি। যা আগে ছিল ৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *