সিলেটে ২৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগরের মাদক সাম্রাজ্য হিসেবে পরিচিত কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে ৬ নারীসহ ২৯ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর পৌনে ১২টায় র্যাব-৯ এর সিলেট সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরের মাদকের চিহ্নিত স্পট কাষ্টঘর সুইপার কলোনিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত এসপি মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ২ হাজার ১৬০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৬০ বোতল ভারতীয় মদ, ৫ লিটার চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী, মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬৩ হাজার ২৫৩ টাকাসহ ২৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে ২৭টি মোবাইল ফোন সেট ও ৩০টি সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে আসামিদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।