সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মা ও সন্তান দগ্ধ

আশুলিয়ায় এলপিজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইলে মোস্তাফা দেওয়ানের মালিকাধীন একতলা বাড়ির একটি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন- আকরাম হোসেন, তার স্ত্রী লাবলী আক্তার ও তাদের ৮ বছরের ছেলে আশিকুর রহমান। তাদের গ্রামের বাড়ির ফরিদপুরের মধুখালী থানা এলাকায়। স্বামী-স্ত্রী দু’জনই আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে রান্না করতে গেলে ছড়িয়ে থাকা গ্যাসে বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কক্ষে থাকা সন্তানসহ ওই দম্পতি অগ্নিদগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *