সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ৭০
পূর্ব সিরিয়ায় আইএস এর সর্বশেষ ঘাঁটিতে মার্কিন জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছে। তবে এদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।
মঙ্গলবার দেইর আজ জর প্রদেশে ওই হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস মুখপাত্র মুস্তাফা বালি বলেন, আইএস জঙ্গিদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়।
হামলার পর শত শত জঙ্গি এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে তারা এখন গ্রামটি ছেড়ে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থান করেছে। জঙ্গিদের মধ্যে ইরাক, তুর্কি ও ইউরোপীয়ান রয়েছে।
এছাড়া জোটের মুখপাত্র সান রায়ান বলেন, মার্কিন সমর্থিত বাহিনীর হামলায় জঙ্গিরা এখন চাপের মুখে রয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। সূত্র: রয়টার্স, আলজাজিরা, প্রেসটিভি