‘সিটি ইসলামিক’ ব্যাংকিং সেবা চালু
ইসলামিক ব্যাংকিংয়ে ‘সিটি ইসলামিক’ সেবা চালু করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি গ্রাহকের বিনিয়োগকে সুদমুক্ত রাখতে ‘ইনভেস্টমেন্ট ইনকাম রেশিও’ অনুযায়ী মুনাফা বণ্টন করবে। গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, এমডি ও সিইও মাসরুর আরেফিন, এএমডি শেখ মোহাম্মদ মারুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বল্প পরিসরে পরিচালিত হয়ে আসা ‘সিটি মানারাহ’কে আধুনিক রূপ দেয়ার লক্ষ্যে নতুন এ সেবা চালু করল প্রতিষ্ঠানটি। এদিন ‘সিটি ইসলামিক’-এর গ্রাহকদের জন্য আমেরিকান এক্সপ্রেস ইসলামিক ক্রেডিট এবং ডেবিট কার্ডের সুবিধাও ঘোষণা করা হয়। ব্যাংকটির গ্রাহকরা দেশব্যাপী ১৫০টির মতো শাখা, উপশাখা, সিটিজেম ও এসএমই সেন্টারে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়া ও উন্নত প্রযুক্তিভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। —বিজ্ঞপ্তি