সিঙ্গাপুর গেলেন ড. কামাল হোসেন
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার রাত সাড়ে ১০টায় স্ত্রী হামিদা হোসেনসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রওনা দিয়েছেন তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসা শেষে আগামী ২৭ জানুয়ারি ড. কামাল হোসেনের দেশে ফেরার কথা রয়েছে।