সিকান্দার রাজার রাজকীয় ফর্ম ছুটছেই

স্টাফ রিপোর্টার

সিকান্দার রাজার রাজকীয় ফর্ম ছুটছেই। টানা দ্বিতীয় ম্যাচে দুরন্ত পারফরম্যান্সে দলকে জেতালেন এই অলরাউন্ডার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারালো জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের এক বল বাকি থাকতে ২৬৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। হাফসেঞ্চুরি করেন সিকান্দার রাজা আর রায়ান বার্ল।

৫৮ বলে ৬ চার আর ২ ছক্কায় রাজার উইলো থেকে আসে ৬৮ রানের ঝোড়ো ইনিংস। ৫৭ বলে ৫০ করেন বার্ল। এছাড়া ওপেনিংয়ে নেমে ৪৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক ক্রেইগ আরভিন।

ক্যারিবীয় পেসার কেমো পল নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার আরেক পেসার আলজেরি জোসেফ ও স্পিনার আকিল হোসেনের।

লক্ষ্য ২৬৯ রান। ওপেনিংয়ে কাইল মায়ার্স ধীরগতির এক ফিফটি (৭২ বলে ৫৬) করেন। মিডল অর্ডারে শাই হোপ (৩০) আর নিকোলাস পুরান (৩৪) খেলেন ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস।

তারপরও ৩৩ ওভারের আগে ১৮০ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে রস্টন চেজ আর জেসন হোল্ডার সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি গড়ে আশা জাগালেও শেষ পর্যন্ত আর রান তাড়ায় পেরে উঠেনি ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের হাতে ওভার ছিল। কিন্তু উইকেট ধরে রাখতে পারেনি। সেট দুই ব্যাটারকেই ফেরান চাতারা। হোল্ডার ১৯ রান করে আউট হন। এরপর রস্টন চেজ থামেন ৪৪ করে। ৪৪.৪ ওভারে ২৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

চাতারা ৩টি, সিকান্দার রাজা, ব্লেসিং মুজারবানি আর রিচার্ড এনগারাভা নেন দুটি করে উইকেট।

৫৮ বলে ৬৮ রানের ইনিংসের পর ৩৬ রানে ২ উইকেট এবং দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে ম্যাচসেরা হন সিকান্দার রাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *