সিএসআরে দেখানো যাবে ‘ক্যাশলেস’ লেনদেনের ব্যয়
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে ছোট-বড় সব ব্যবসার ৭৫ শতাংশ লেনদেন অনলাইন তথা ক্যাশলেস করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ উদ্যোগকে এগিয়ে নিতে এখন থেকে বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সেবার ব্যয় ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে দেখানো যাবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলা কিউআর হলো, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তির পেমেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যুক্ত যে কোনো ব্যাংক, এমএফএসের গ্রাহক কুইক রেসপন্স (কিউআর) কোডের মাধ্যমে পরিশোধ করতে পারে। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে চারটি জেলার ৮টি উপজেলার ফুটপাতের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন ধরনের কেনাকাটায় কিউআরে মূল্য পরিশোধের সুযোগ রয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী সিএমএসএমই, মাইক্রো-মার্চেন্ট ও কম আয়ের লোকদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ছোট-বড় সব লেনদেন প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে মোট লেনদেনের ৭৫ শতাংশ ক্যাশলেস করার উদ্যোগের অংশ হিসেবে বাংলা কিউআরের মাধ্যমে বিনামূল্যে পরিশোধ সেবা দেওয়ার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ সংক্রান্ত ব্যয় সিএসআর খাতে দেখানোর সুযোগ দেওয়া হলো।
নির্দেশনার আলোকে যেসব ব্যয় সিএসআরে দেখানো যাবে তা হলো– বাংলা কিউআরে সব ধরনের আন্তঃব্যাংক চার্জ, ক্যাশলেস উদ্যোগের আওতায় সব ধরনের প্রচারণার ব্যয়। কোরবানির হাটের সব ধরনের পেমেন্ট ও অবকাঠামো-সংশ্লিষ্ট ব্যয় সিএসআরে দেখানো যাবে। এ উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যাতায়াত, থাকা-খাওয়া, হোটেল বিল সিএসআরে দেখাতে পারবে।