সাড়ে ৮ কোটি আইফোন ১৪ বিক্রির প্রত্যাশা অ্যাপলের
চলতি বছরান্তে সাড়ে আট কোটি আইফোন ১৪ বিক্রির প্রত্যাশা অ্যাপলের। স্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে তাইপে টাইমস। চলতি প্রান্তিক শেষে হন হাই প্রিসিজন ইন্ডাস্ট্রি বা ফক্সকন, পেগাট্রন করপোরেশন ও লাক্সশেয়ার প্রিসিজন ইন্ডাস্ট্রির মতো অ্যাপলের প্রধান সরবরাহকারীদের চালান ২ কোটি ২০ লাখ ইউনিটে দাঁড়াবে। শেষ প্রান্তিকে আরো ৬ কোটি ৩০ লাখ ইউনিট চালান হবে।
অ্যাপলের ক্রয়াদেশ না কমানো সত্ত্বেও সাড়ে আট কোটি ইউনিট আইফোন সরবরাহ আগের পূর্বাভাসের চেয়ে কম। আগের পূর্বাভাসগুলোয় বছরান্তে নয় কোটি থেকে ৯ কোটি ২০ লাখ ইউনিট আইফোন ১৪ বিক্রির পূর্বাভাস দেয়া হয়েছিল।
গত বছরের ন্যায় এবারো সেপ্টেম্বরে চারটি নতুন মডেলের আইফোন উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। সেগুলো হচ্ছে আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন প্রো ম্যাক্স। আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রধান সরবরাহকারী তাইওয়ানভিত্তিক ফক্সকন। আইফোন ১৪ ম্যাক্সের প্রধান সরবরাহকারী হতে যাচ্ছে চীনভিত্তিক পেগাট্রন। এছাড়া অন্য চীনা প্রতিদ্বন্দ্বী লাক্সশায়ার সরবরাহ করবে আইফোন ১৪ ও আইফোন ১৪ ম্যাক্স।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, আইফোন ১৪ সিরিজের জন্য ওএলইডি প্যানেল উৎপাদন নির্ধারিত শিডিউলের চেয়ে পিছিয়ে গিয়েছে। এতে নতুন মডেলের আইফোন বাজারে আসতে দেরি হতে পারে।
তবে তাইওয়ানভিত্তিক পরামর্শক সংস্থা ইয়ুআন্তার দাবি, আইফোন ১৪ সিরিজের গণ-উৎপাদনের কাজ স্বাভাবিকভাবে চলছে এবং শিডিউলের মধ্যেই বাজারে পণ্য আসবে।
আইফোন ১৪ সিরিজের প্রধান প্যানেল সরবরাহকারী হিসেবে কাজ করে যাচ্ছে এলজি ডিসপ্লে কোম্পানি। সম্ভাব্য সরবরাহ সংকটে স্যামসাং ডিসপ্লে কোম্পানি ও বিওই টেকনোলজি গ্রুপ প্যানেল সরবরাহ করবে বলে জানায় পরামর্শক সংস্থাটি।
সম্প্রতি পৃথক এক বিবৃতিতে ফক্সকন জানায়, শেনঝেন কারখানায় তাদের কার্যক্রম স্বাভাবিক। সরকারি নীতিমালা অনুসরণ করে কারখানায় নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অ্যাপলের এ প্রধান সরবরাহকারী।
সম্প্রতি নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধিতে ১০০ প্রধান কোম্পানির প্রতি বিশেষ নির্দেশনা জারি করে শেনঝেন নগর কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে কারখানায় ক্লোজড লুপ ব্যবস্থা চালু করা। গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে জড়িত প্রতিষ্ঠানগুলো যাতে কারখানায় কর্মীদের থাকার ব্যবস্থা করে তা নিশ্চিতের জন্য এ ক্লোজড লুপ ব্যবস্থা প্রস্তাব করেছে তারা।