সালাহ’র জোড়া গোল সত্ত্বেও লিভারপুলের ড্র

স্টাফ রিপোর্টার

পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। তারপরও জয়ের দেখা পায়নি তার দল লিভারপুল। রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে সালাহ’র জোড়া গোল সত্ত্বেও ব্রাইটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লিভারপুলকে। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

সিমন আদিনগ্রার গোলে প্রথমে এগিয়ে যায় স্বাগতিক দল ব্রাইটন। বিশতম মিনিটে গোলটি করেন তিনি। তবে ৪০ মিনিটের সময় সালাহ সমতায় ফেরান। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে তিনি লিভারপুলকে এগিয়ে নেন। ব্রাইটনের প্যাসকাল গ্রোস লিভারপুলের ডোমিনিক সোবোজলাইকে টেনে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় সালাহ’র দল। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সালাহ।

জয়ের একটা সম্ভাবনা লিভারপুলের সামনে থাকলেও শেষ পর্যন্ত লুইস ডাংকের গোলে তা নস্যাৎ হয়। ৭৮ মিনিটে গোলটি করেন তিনি।

পয়েন্ট ভাগাভাগিতে লিভারপুল চতুর্থ স্থানে নেমে এসেছে। ৮ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১৭। লিভারপুলের উপরে রয়েছে টটেনহাম হস্পার (২০ পয়েন্ট), আর্সেনাল (২০ পয়েন্ট) ও ম্যানচেস্টার সিটি (১৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *