সর্বোচ্চ কয়লা রফতানি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের কয়লা রফতানি খাতে চাঙ্গাভাবের দেখা মিলেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের তুলনায় প্রায় এক-পঞ্চমাংশ বেড়ে ১০ কোটি টন ছাড়িয়ে গেছে।
এর মধ্য দিয়ে গত বছর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক বছরে কয়লা রফতানির পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছে। মার্কিন সেনসাস ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মাইনিংডটকম ও এসঅ্যান্ডপি গ্লোবাল।
কয়লা উত্তোলনকারী দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে দ্বিতীয়। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর প্রতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ কয়লা রফতানি হয়। জ্বালানি পণ্যটির রফতানিকারকদের শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে চতুর্থ। কয়লার মোট বৈশ্বিক রফতানি চাহিদার ৮ দশমিক ৯ শতাংশ দেশটি এককভাবে জোগান দেয়।
মার্কিন সেনসাস ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১০ কোটি ৪৯ লাখ টন কয়লা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় এক-পঞ্চমাংশ বা ১৯ দশমিক ৩ শতাংশ বেশি। দেশটির ইতিহাসে এটা বার্ষিক কয়লা রফতানির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি কয়লা রফতানি হয়েছিল। ওই বছর মার্কিন রফতানিকারকরা সব মিলিয়ে ১১ কোটি ৪২ লাখ টন কয়লা রফতানি করেছিলেন। সেই হিসাবে গত বছর যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ অবস্থানের তুলনায় ৯৩ লাখ টন কম কয়লা রফতানি হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে মূলত দুই ধরনের কয়লা রফতানি হয়। একটি মেটালার্জিক্যাল কোল বা ধাতব কয়লা। অন্যটি থার্মাল কোল বা তাপকয়লা। মার্কিন সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫ কোটি ৫৮ লাখ টন ধাতব কয়লা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ বেশি।
২০১৪ সালের পর এটাই দেশটি থেকে ধাতব কয়লার সর্বোচ্চ রফতানি। ওই সময় যুক্তরাষ্ট্র থেকে মোট ৫ কোটি ৭২ লাখ টন ধাতব কয়লা রফতানি হয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০১২ সালে সবচেয়ে বেশি ৬ কোটি ৩৪ লাখ টন ধাতব কয়লা রফতানি হয়েছিল।
বিদায়ী বছরে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি ৭৬ লাখ টন ধাতব কয়লা রফতানি হয়েছে ব্রাজিলে, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৯ শতাংশ বেশি। তালিকায় এর পরই যথাক্রমে নেদারল্যান্ডস ও জাপানের অবস্থান। ২০১৮ সালে নেদারল্যান্ডসে ৫৬ লাখ টন ধাতব কয়লা রফতানি করেছে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের তুলনায় ৮২ দশমিক ৫ শতাংশ বেশি। অন্যদিকে গত বছর দেশটি থেকে জাপানে রফতানি হওয়া ধাতব কয়লার পরিমাণ আগের বছরের তুলনায় ২০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫৪ লাখ টনে পৌঁছেছে।
মার্কিন সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে তাপকয়লার রফতানি আগের বছরের তুলনায় ২৯ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৯১ লাখ টনে। ২০১২ সালের পর এটাই যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্যটির রফতানির সর্বোচ্চ রেকর্ড। ২০১২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ৫ কোটি ৮ লাখ টন তাপকয়লা রফতানি হয়েছিল।
বিদায়ী বছরে মার্কিন রফতানিকারকরা ভারতে সবচেয়ে বেশি তাপকয়লা রফতানি করেছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ১ কোটি ৫ লাখ টন তাপকয়লা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫৩ শতাংশ বেশি। তালিকায় এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া।
গত বছর যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ টনে। অন্যদিকে বিদায়ী বছরে মার্কিন রফতানিকারকরা নেদারল্যান্ডসে ৫৬ লাখ টন তাপকয়লা রফতানি করেছেন, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেশি।