সর্বোচ্চ এফডিআই আকর্ষণকারী দেশ যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার

গত বছর সর্বোচ্চ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা এফডিআই আকর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালের চেয়ে এফডিআই প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৩ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে আইএমএফ জানায়, ২০২১ সালে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার এফডিআই আকর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। পূর্ববর্তী বছরের চেয়ে যা ৫০ হাজার ৬০০ কোটি ডলার বেড়েছে। এফডিআই প্রবাহ বৃদ্ধির হারেও বিশ্বের ১১২টি অর্থনীতির মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় সর্বোচ্চ ৪ দশমিক ৩৩ ট্রিলিয়ন ডলার এফডিআই পেয়েছে নেদারল্যান্ডস। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের এফডিআই এসেছে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। ইউরোপের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ লুক্সেমবার্গের এফডিআই এসেছে ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।

রাজনৈতিক সংকটে জর্জরিত যুক্তরাজ্য ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার এফডিআই আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এশিয়ার বাণিজ্য নগরী হংকং ও সিঙ্গাপুর গত বছর এফডিআই আকর্ষণ করেছে যথাক্রমে ১ দশমিক ৯ এবং ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

সাম্প্রতিক বছরগুলোয় ইউরোপের বিকল্প বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠা আয়ারল্যান্ড ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার এফডিআই পেয়েছে। মাথাপিছু জিডিপিতে বিশ্বে শীর্ষে থাকা সুইজারল্যান্ড ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে। অন্যদিকে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে এফডিআই আগমন হয়েছে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়, এফডিআই প্রবাহের উপাত্তে স্পষ্ট হয়ে উঠেছে যে করোনার অভিঘাত কাটিয়ে আন্তঃসীমান্তীয় আর্থিক লেনদেন বেড়েছে।

এদিকে দ্য প্রিন্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, কভিড-১৯ মহামারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সত্ত্বেও ভারতে এফডিআই বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে দেশটিতে এফডিআই প্রবাহ ৮ হাজার ৩৫৭ কোটি ডলারে পৌঁছেছে। এ বিনিয়োগের পরিমাণ দেশটির ইতিহাসে যেকোনো অর্থবছরের চেয়ে বেশি।

গত সাত বছরে ভারতে এফডিআই প্রবাহ প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে ভারতে এফডিআই ছিল মাত্র ৪ হাজার ৫১৫ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে এটি বেড়ে ৮ হাজার ৩৫৭ কোটি ডলারে উন্নীত হয়েছে। কয়েক বছর ধরে দেশটিতে এফডিআইয়ের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে। গত অর্থবছরের এফডিআই আগের অর্থবছরের চেয়ে ১৬০ কোটি ডলার বেশি।

বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ২০০৩-০৪ অর্থবছরের চেয়ে দেশটির এফডিআই প্রবাহ ২০ গুণ বেড়েছে। সে সময় এটি ছিল মাত্র ৪৩০ কোটি ডলার। দ্রুতবর্ধনশীল উৎপাদন খাত বিদেশী বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে ভারতকে। উৎপাদন খাতে এফডিআই ইকুইটি প্রবাহ আগের অর্থবছরের তুলনায় ৭৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৩৪ কোটি ডলারে পৌঁছেছে।

ভারতে এফডিআই ইকুইটি প্রবাহে শীর্ষ বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। মোট এফডিআই ইকুইটি প্রবাহে দেশটির অবদান ২৭ শতাংশ। এরপর ১৮ শতাংশ অবদান নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং ১৬ শতাংশ অবদান নিয়ে মরিশাস তৃতীয় অবস্থানে রয়েছে।

এদিকে গত মাসে প্রকাশিত দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের প্রথমার্ধে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রকল্পে বিশ্বের শীর্ষ গন্তব্য দুবাই। বাণিজ্য কেন্দ্রটির অর্থনীতি ও পর্যটন বিভাগের (ডিইটি) প্রকাশিত তথ্য অনুসারে, বছরের প্রথম ছয় মাসে শহরটি ৪৯২টি এফডিআই প্রকল্প আকর্ষণ করতে পেরেছে। এর মাধ্যমে দুবাইয়ের এফডিআই প্রকল্প গত বছরের একই সময়ের তুলনায় ৮০ দশমিক ২ শতাংশ বেড়েছে।

জানুয়ারি থেকে জুনে দুবাইয়ে বিভিন্ন প্রকল্পে এফডিআই ১ হাজার ৩৭২ কোটি দিরহামে (৩৭৪ কোটি ডলার) পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ বেশি।

দুবাইয়ের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বলেন, বিকল্প বিনিয়োগ এবং উচ্চপ্রযুক্তির প্রকল্পে এফডিআই সংক্রান্ত কর্মসংস্থানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বা মেনা অঞ্চলে শীর্ষস্থান দুবাইয়ের। বছরের প্রথমার্ধে দুবাইভিত্তিক এফডিআই মূলধনের শীর্ষ উৎস দেশগুলো হলো যুক্তরাজ্য (৩৬ শতাংশ), যুক্তরাষ্ট্র (২০ শতাংশ), ফ্রান্স (১০ শতাংশ), সিঙ্গাপুর (৫ শতাংশ) ও সুইজারল্যান্ড (৪ শতাংশ)। এফডিআই প্রকল্পের পরিপ্রেক্ষিতে শীর্ষ পাঁচটি উৎস বাজার ছিল যুক্তরাষ্ট্র (১৮ শতাংশ), যুক্তরাজ্য (১৫ শতাংশ), ভারত (১৩ শতাংশ) এবং সিঙ্গাপুর ও ফ্রান্স (প্রতিটি ৪ শতাংশ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *