সর্বনিম্ন কার্বন নিঃসরণকারী জুতা

স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় বড় প্রতিষ্ঠান নিজেদের জায়গা থেকেই নানা ধরনের উদ্যোগ নিতে শুরু করেছে। যেমন জাপানের ক্রীড়াসামগ্রী উৎপাদক প্রতিষ্ঠান আসিকস কম কার্বন নিঃসরণ হয় এমন পণ্য উৎপাদনে নতুন রেকর্ড করেছে। আসিকস এমন একটি স্নিকার জাতীয় জুতা তৈরি করেছে, যা কার্বন নিঃসরণে সর্বনিম্ন রেকর্ডও ভেঙে দিয়েছে।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, জেল-লাইট থ্রি সিএম ১.৯৫ নামের নতুন এ স্নিকার বাজারে আসবে ২০২৩ সালে। এর দাম হতে পারে আনুমানিক ১৫০ ডলার।

আসিকস জানিয়েছে, নতুন এ স্নিকার তার গোটা জীবনে ১ দশমিক ৯৫ কিলোগ্রাম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করবে। এ হিসাব একেবারে উৎপাদন থেকে ব্যবহার শেষে ফেলে দেয়া পর্যন্ত। কারণ এতে ব্যবহার করা হয়েছে উদ্ভিজ্জ উপাদান। মূলত জুতার ভেতরের ইনসোল ও কুশনিংয়ের জন্য এ উপাদান ব্যবহূত হবে। যার কারণে অন্য অনেক জুতা থেকে এটি হবে পরিবেশবান্ধব এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর।

কার্বন নিঃসরণ কমানোর এ প্রক্রিয়ায় আসিকসের সঙ্গে ছিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। ২০১০ সাল থেকে আসিকসের সঙ্গে যৌথ গবেষণা শুরু করে প্রতিষ্ঠানটি। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে এ স্নিকারের উৎপাদন প্রক্রিয়া চূড়ান্ত হয়।

এর আগে বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব স্নিকার ৪ দশমিক ৩ কেজি এবং সবচেয়ে পরিবেশবান্ধব রানিং সু ২ দশমিক ৯ কেজি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করত। আগের সেই রেকর্ড ভেঙে আসিকসের নতুন স্নিকার আরো ৩০ শতাংশ কম কার্বন নিঃসরণ ঘটাবে।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ইয়াসুহিতো হিরোটা বলেন, মানুষের স্বাস্থ্য আর মন ভালো রাখতে হলে পৃথিবীর স্বাস্থ্যও ভালো থাকা চাই। সে দিকটি লক্ষ রেখেই তাদের এ উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *