সন্ধ্যাকালীন কোর্স বন্ধের ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সন্ধ্যাকালীন কোর্স বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশনা মেনে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আর বর্তমানে যাদের কোর্স চলমান তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত চলবে। তবে নতুন কোনো ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে না।
বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালেয়র ব্যবসা শিক্ষা অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এ আই এস), মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে সন্ধ্যাকালীন কোর্স চালু রয়েছে। এছাড়া কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগে এবং প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এ কোর্স চালু ছিলো।
উল্লেখ্য, গত বুধবার (১১ ডিসেম্বর) ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্স বন্ধের কথা বলা হয়।