সংযুক্ত আরব আমিরাত ভারতে ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে
সংযুক্ত আরব আমিরাত ভারতে ৫ হাজার কোটি ইউএস ডলার বিনিয়োগ করতে যাচ্ছে, যা সংযুক্ত আরব আমিরাতকে ভারতের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির অংশীদারি হিসেবে গড়ে তুলবে। এটা ভারতের অর্থনীতিকেও গতিশীল করবে। খবর গালফ নিউজ।
সংযুক্ত আরব আমিরাত আগামী বছরের শুরুতে এ চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। আগামী জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা। এ বৈঠকে বিনিয়োগ চূড়ান্ত করা হবে।
দুই দেশের সম্পর্ক গত দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামীতে উভয় পক্ষের লক্ষ্য জ্বালানি তেল ছাড়াই দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ হাজার কোটি ইউএস ডলারে নিয়ে যাওয়া। মোদি ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে সম্প্রতি আবুধাবিতে পঞ্চম সফর শেষ করেছেন। ১৯৮১ সালে ইন্দিরা গান্ধীর সফরের পর গালফ দেশে এটা শেষ কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফর।
কয়েকটি বেসরকারি কোম্পানিও ভারতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, মুবাদালা ইনভেস্টমেন্ট ও এডিকিউ উল্লেখযোগ্য। ফলে বিনিয়োগের একটি বড় অংশের জন্য স্পষ্ট সময়সীমা থাকার আশঙ্কা নেই। তবে ঘোষণার আকার বা সময়সীমা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
উদ্যোগের অংশ হিসেবে শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের তত্ত্বাবধানে থাকা সংস্থাগুলো ভারতে শতকোটি ডলার বিনিয়োগের বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে। শেখ তাহনুন ইন্টারন্যাশনাল হোল্ডিংয়ের চেয়ারম্যান গত মাসে গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিতে ৫ শতাংশ শেয়ার ক্রয় করেছে।