স্পেনে ষাঁড়ের শিঙে আগুন লাগিয়ে উৎসব

ষাঁড়ের শিং-এ অাগুন শুনেই চমকে উঠলেন তো! স্পেনে নভেম্বরের মাঝামাঝি সময়ে এমনই একটা উৎসব পালিত হয় যেখানে ষাড়ের শিঙে আগুন দেয়া হয়। দেশটিতে ৪০০ বছর ধরে পালন করা হচ্ছে এই উৎসব।

প্রথমে একটি ষাঁড়ের সারা শরীরে কাদা মাখানো হয়। এই কাদা আগুনের আঁচ থেকে ষাঁড়টিকে রক্ষা করবে। তারপর শিঙয়ের মধ্যে দিয়ে একটি কাঠ ঢুকিয়ে তার ওপর  জ্বলন্ত দুটি বল আটকে দেওয় হয়। এরপর ষাঁড়টিকে ছেড়ে দেওয়া হয় দেড় হাজার মানুষের সামনে।

একঘণ্টা ধরে ষাড়টিকে ঘিরে থাকে সবাই। ষাঁড়ের রিং-এ ঢুকে তাকে ভ্যাবাচ্যাকা খাইয়ে দেয়া হয়। তারপর রিং থেকে বের করে জবাই করা হয়। যিনি ওই ষাঁড়কে রিং থেকে বের করবেন, তাকে ষাঁড়ের মাংস দিয়ে পুরস্কৃত করা হয়।

এই উৎসবটিকে অমানবিক উল্লেখ করে এটি বন্ধ করে দেবার দাবি তোলে স্পেনের একটি সংস্থা। কিন্তু কোনোভাবেই বন্ধ করা যায়নি এই নৃশংস উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *