শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন
বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ব্যাপক পরিসরে বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে এ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড।
শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বাজারজাত করবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড।
সম্প্রতি এ বিষয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মেরিনো বিচ হোটেলে মনিক ট্রেডিং এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মনিক ট্রেডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ড. ওয়াসাল মাদুওয়ান্তা আরিয়াপালা এবং ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার এলিয়াস আন্দালিব। তিনি বলেছেন, ‘‘শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ওয়ালটন এবং মনিক ট্রেডিংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বহুদূর এগিয়ে যাবে।’’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি চিফ অব মিশন জান্নাতুল হাবিব, ফার্স্ট সেক্রেটারি নিজামুল ইসলাম, ওয়ালটনের ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক ও গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ, মনিক ট্রেডিংয়ের চিফ ফাইন্যান্স অফিসার এম এন এইচ নাশওয়াক এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাসুন মহানামা।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম বলেন, ‘‘ওয়ালটনের লক্ষ্য বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে ওঠা। এ লক্ষ্য পূরণে বিশ্বব্যাপী ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ড লোগোতে পণ্য বিপণন কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ালটন ব্র্যান্ডের এই অগ্রযাত্রায় সঙ্গী হয়েছে মনিক ট্রেডিং। তারা শ্রীলঙ্কার ক্রেতাদের হাতে ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার-সমৃদ্ধ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য তুলে দেবে।’’
ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, শ্রীলঙ্কায় এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য বাজারজাত করা হবে। আগামী মাসেই ওয়ালটন পণ্যের বিশাল শিপমেন্ট যাবে শ্রীলঙ্কায়। দেশটির বাজারে ওয়ালটন ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবার ফ্যাসিলিটি।