শ্রমিক আন্দোলনের মুখে মজুরি বোর্ড গঠনের আশ্বাস

স্টাফ রিপোর্টার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে তিন দিন ধরে ঢাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন। সেই আন্দোলনের মুখে গতকাল সোমবার টানা দ্বিতীয় দিনের মতো মালিক-শ্রমিক-সরকারের ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে স্বল্পতম সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠনের আশ্বাস দেন সংসদ সদস্য ও শ্রমিকনেতা শাজাহান খান।

শাহজাহান খান বলেন, পোশাকশ্রমিকদের রেশন কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে শ্রমিকেরা স্বল্প মূল্যে নিত্যপণ্য ক্রয়ের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দেশে ফেরার পর শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠনের বিষয়ে স্বল্পতম সময়ে উদ্যোগ নেওয়া হবে।

তৈরি পোশাক খাতে সর্বশেষ ২০১৮ সালের ১ ডিসেম্বর ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন করা শুরু হয়। সেই কাঠামোতে ন্যূনতম মজুরি ছিল আট হাজার টাকা। প্রতিবছর ৫ শতাংশ মজুরি বৃদ্ধির পর তা বেড়ে এখন দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৪ টাকা।

রাজধানীর বিজয়নগর এলাকায় শ্রমভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, শ্রমিকনেতা আমিরুল হক আমিন, মন্টু ঘোষ, সিরাজুল ইসলাম প্রমুখ।

সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। সেই সঙ্গে জাহাজভাড়াও বেড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *