শেষ হলো ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসব

স্টাফ রিপোর্টার

৪৭ দিনব্যাপী ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবের সমাপনী অনুষ্ঠান ১৬ মে ২০২৩, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ৪৭তম মোটরসাইকেল বিজয়ী হয়েছেন ব্যাংকের কুমিল্লার বাঙ্গড্ডা শাখার গ্রাহক রাবেয়া। বাহরাইন প্রবাসী কাউসার আহমেদের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তিনি বিজয়ী হন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আরো বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং মোঃ আলতাফ হুসাইন, রিয়া মানি ট্রান্সফারের কান্ট্রি ম্যানেজার এ কে এম নাজমুল হোসাইন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও কাজী মোঃ রেজাউল করিম এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন। এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফায়েজ মুহাম্মদ কামাল উদ্দিনসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। ৪৭তম মোটরসাইকেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এ ক্যা¤েপইনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *