শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বিমার দাপট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাচ্ছে বিমা খাত। প্রায় সবকটি বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে অন্য খাতের ওপরও। ফলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।
প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।
এতে প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসই’র প্রধান মূল্যসূচক বেড়েছে ১৩ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৭০ কোটি টাকার বেশি। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০০-এর বেশি প্রতিষ্ঠান।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টাজুড়েই বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার ধারা অব্যাহত থাকে। এতে আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়।
আরও পড়ুন: বাজার অস্থিরতার সাথে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবো
তবে এরপর বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কমে আসে। তবে দাম বাড়ার ক্ষেত্রে দাপট ধরে রেখেছে বিমা খাত। এ প্রতিবেদন লেখার সময় ১০টা ৪৮ মিনিটে ৪৪টি বিমা কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫টি বিমার।
অন্যদিকে সব খাত মিলে ডিএসইতে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ২৬টির। আর ৭৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
ফলে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ২২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমেছে। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১০২ কোটি ১৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৭০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।