শেভরোলেটের নতুন গাড়ি ৩৬ লাখ ডলারে বিক্রি
চলতি বছরের মাঝামাঝিতে বাজারে আসতে যাচ্ছে জেনারেল মোটরসের (জিএম) সাবসিডিয়ারি শেভরোলেটের নতুন গাড়ি জেড জিরো সিক্স। গাড়িটির প্রথম উৎপাদিত ইউনিট অ্যারিজোনার ব্যারেট-জ্যাকসন নিলামে তোলা হয়। নিলাম শেষে গাড়িটি ৩৬ লাখ ডলারে বিক্রি হয়। কারঅ্যান্ডড্রাইভার ডটকম।
৬৭০ অশ্বশক্তি ক্ষমতার গাড়িটির নিলাম দর শুরু হয় ৯০ হাজার ডলারে। ধারণা করা হয়েছিল, ২০২৩ শেভরোলেট কর্ভেট জেড জিরো সিক্স ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সংস্করণটির দাম উঠবে ১০ লাখ ডলার। তবে নিলাম শেষে গাড়িটি ৩৬ লাখ ডলারে বিক্রি হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিলামের টাকা অনুদান হিসেবে অপারেশন হোমফ্রন্ট নামে একটি দাতব্য সংস্থায় দেয়া হবে। নিলামে বিক্রীত শেভরোলেটের সব গাড়ির রেকর্ড মূল্যকে ছাড়িয়ে গেছে জেড জিরো সিক্স। এর আগে ২০২০ সালে করভেট স্টিংরে ৩০ লাখ ডলারে নিলামে বিক্রি হয়।