শূন্য কার্বন লক্ষ্য থেকে পিছিয়ে চীন

স্টাফ রিপোর্টার

বিশালাকার গাড়ি খাতের জন্যই ২০২৭ সালে সর্বোচ্চ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের পথে এগোচ্ছে চীন। পরিবেশের উষ্ণতার জন্য প্রবলভাবে দায়ী এ গ্যাস। এভাবে চলতে থাকলে ২০৬০ সালে দেশটির শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে জানিয়েছে পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস। খবর রয়টার্স।

এক গবেষণার ভিত্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, এ সেক্টরের মোট কার্বন নিঃসরণ ১৭৫ কোটি টনের চূড়ায় পৌঁছবে। পরে ২০৩৫ সালের মধ্যে সেটা ধীরে ধীরে ১১ শতাংশ কমবে।

কিন্তু ২০৬০ সালের সেই লক্ষ্য অর্জন করতে হলে ২০৩৫ সালের মধ্যে নিঃসরণ কমাতে হবে অন্তত ২০ শতাংশ। সেজন্য চীনকে ২০৩০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণ যানবাহনের বিক্রি বাড়াতে হবে ৬৩ শতাংশ। তার পরে ২০৩৫ সালের মধ্যে সেটা ৮৭ শতাংশে নিতে হবে বলেই অনুমান এ পরিবেশবাদী দলটির।

যদিও ২০২০ সালের শেষ নাগাদ এ খাতের ২০২১-৩৫ সালের উন্নয়ন পরিকল্পনায় চীন জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে পুরোপুরি বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি ২০ শতাংশে পৌঁছবে, তার পরে ২০৩৫ সালের মধ্যে তা মূলধারায় চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *