শুল্ক কমায় আটকে থাকা চাল খালাস শুরু

স্টাফ রিপোর্টার

দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে দীর্ঘদিন ধরে আটকে থাকা চাল খালাস শুরু করেছেন বন্দরের চাল আমদানিকারকরা। চাল খালাস শুরু হওয়ায় বন্দরের পণ্যজট কাটার পাশাপাশি দাম কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

গতকাল দুপুর থেকে হিলি কাস্টমসে সিঅ্যান্ডএফ এজেন্টরা আমদানীকৃত চালের বিল অব এন্ট্রি সাবমিট শুরু করেন। এরপর চালের পরীক্ষণ শুল্কায়ন শেষে বন্দর থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়। শুল্ক ছাড়ের আশায় ২৫-৩০ দিন বন্দরে চালবোঝাই ট্রাক ফেলে রেখেছিলেন আমদানিকারকরকরা। এতে করে বন্দরে ৩০৬টি ট্রাকে সাড়ে ১২ হাজার টন চাল আটকা পড়ে। গত রোববার রাতে চালের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণের ঘোষণা দেয় সরকার। কিন্তু গতকাল নথিপত্র-সংক্রান্ত জটিলতার কারণে চাল খালাস সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *