বৃষ্টিতে খেলা বন্ধ

শুরুতেই তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ওপেনিংয়ের সমস্যা কাটছেই না। একজন ব্যাটারও ছন্দে নেই। লিটন দাস, সৌম্য সরকারের কথা বলা হয়, তারা ফর্মে নেই।

কিন্তু যে তানজিদ হাসান তামিমের ওপর আস্থা রেখেছিলো টিম ম্যানেজমেন্ট, সেই তামিমই একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন।  আবারও শূন্য রানে আউট হলেন তিনি।  এবারের বিশ্বকাপে এ নিয়ে তিনবার শূন্য রানে আউট হলেন এই তরুণ ওপেনার।

সেমিফাইনালে যেতে হলে আফগানদের করা ১১৫ রান টপকে যেতে হবে ১২.১ ওভারে। সে লক্ষ্যেই শুরু থেকে মারকুটে ব্যাট করা প্রয়োজন বাংলাদেশ দলের ব্যাটারদের। লিটন দাস শুরুটা করলেন তেমনই। কিন্তু তানজিদ হাসান তামিম কী করলেন?

মারমুখি হওয়া তো দুরে থাক, রক্ষণাত্মক খেলতে গিয়ে ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন কোনো রান না করেই। দলীয় রান ছিল এ সময় ১৬। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে প্রত্যাশা ছিল অনেক। তিনিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজের ব্যাটকে মেলে ধরবেন। একটি বাউন্ডারি মেরেছিলেনও।

কিন্তু নাভিন-উল হকের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি মাত্র ৫ রান করে। এরপর মাঠে নামেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাধারী এই ক্রিকেটারের কাছেও ব্যাট হাতে জ্বলে ওঠার প্রত্যাশা ছিল সবার। কিন্তু তিনি মারলেন গোল্ডেন ডাক। নাভিন-উল হকের প্রথম বল মোকাবেলা করতেই রিটার্ন ক্যাচ দিলেন তিনি।

২৩ রানে পড়লো বাংলাদেশের ৩ উইকেট।  এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩.১ ওভারে ২৯। লিটন ১৩ এবং সৌম্য ব্যাট করছেন ২৯ রানে।

আপডেট: ৩.২ ওভারে ৩১ রান তুলতেই আবারও নামে বৃষ্টি। যার ফলে খেলা বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *