শুকনা হলুদ আমদানি দ্বিগুণ বেড়েছে

স্টাফ রিপোর্টার

দেশের বাজারে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ব্যাপক হারে বেড়েছে শুকনা হলুদ আমদানি। গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে প্রায় দ্বিগুণ বেড়েছে আমদানি।

অন্যদিকে আমদানি বাড়লেও বাজারে হলুদের দাম কমছে না, বরং বেড়েই চলেছে। গত এক মাসের ব্যবধানে গুঁড়া হলুদের দাম কেজিতে ৩০-৩৫ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ৬ হাজার ১৭৭ টন। যার আমদানি মূল্য ৮৯ কোটি ৯৩ লাখ টাকা, যা গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি। ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছিল ৩ হাজার ৪০৮ টন। সে হিসাব অনুযায়ী আমদানি বেড়েছে ২ হাজার ৭৬৯ টন।

ভোমরা স্থলবন্দরে অন্যতম মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানে শুকনা হলুদ আমদানি বেড়েছে। বর্তমানে সপ্তাহে ১৫-১৬ ট্রাক শুকনা হলুদ আমদানি হচ্ছে, যা গত অর্থবছরের এ সময়ের তুলনায় অন্তত ৪০-৪৫ শতাংশ। দেশের বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় আমদানি বেড়েছে।

সাতক্ষীরা জেলা সদরের অন্যতম মসলা বিপণন কেন্দ্র সুলতানপুর বাজারের পাইকারি মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সাহা স্টোরের স্বত্বাধিকারী সমরেশ সাহা জানান, গুঁড়া হলুদসহ আমদানীকৃত শুকনা মরিচ ও রসুনের দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজি গুঁড়ো হলুদ ২২৫-২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক মাস আগেও ১৯০-১৯৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারে চাহিদা অনুযায়ী আমদানি বাড়লেও দাম কমছে না পণ্যটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *