শীর্ষ ১০ প্রতিষ্ঠান থেকে বাদ পড়ল চীনা ফার্ম

স্টাফ রিপোর্টার

বাজার মূলধনের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ পড়েছে টেনসেন্ট হোল্ডিংস ও আলিবাবা গ্রুপ। সম্প্রতি প্রকাশিত তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। এতে চীনের কোনো প্রতিষ্ঠানই স্থান পায়নি। খবর নিক্কেই এশিয়া।

কুইক প্যাক্ট ডাটাবেজের তথ্যানুযায়ী, ২০২০ সালের শেষে টেনসেন্ট সপ্তম অবস্থানে এবং আলিবাবা নবম স্থানে ছিল। টেনসেন্টের বাজারমূল্য ৪০ শতাংশ কমে যাওয়ার আগে গত ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি ষষ্ঠ অবস্থানে উঠে এসেছিল। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি ১১-তে নেমে যায়।

নতুন তালিকার শীর্ষাবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের তিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, মাইক্রোসফট ও গুগল। চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরামকো। এরপর যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে অ্যামাজন, টেসলা ও মেটা মালিকানাধীন ফেসবুক। অষ্টম স্থানে চিপ ডিজাইনার প্রতিষ্ঠান এনভিডিয়া এবং নবম স্থানে রয়েছে ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে।

তালিকার ভিত্তিতে দশম স্থানে থাকা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এশীয় প্রতিষ্ঠান। ২০০৭ সালে সাংহাই কম্পোজিট ইনডেক্স ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। সে সময় চীনের অর্থনীতিতে বড় প্রবৃদ্ধির আশা করেছিলেন অর্থনীতিবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *