শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক
স্টাফ রিপোর্টার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ফজলে কবির ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট এ স্বীকৃতি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মোঃ নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন। টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং-এই চারটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। সাসটেইনেবল রেটিং-২০২১ এ বাংলাদেশের মোট ১০টি বেসরকারি ব্যাংক এ স্বীকৃতি পেলো।