শীত ফ্যাশন মানেই এখন ‘সারা’ লাইফস্টাইল

শীতের আগমনী বার্তা এবার একটু আগেই চলে এসেছে। সকাল-সন্ধ্যার মৃদু শীতল বাতাস যেনো শীতের পোশাকের কথাই মনে করে দিচ্ছে সবাইকে। আর শীত ফ্যাশন মানেই এখন ‘সারা’ লাইফস্টাইলের সংগ্রহ। বরাবরের মতো এবারও সারা নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে দুই শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাকসামগ্রী। এ ছাড়া প্রায় অর্ধশতাধিক রঙের ভিন্নতা থাকছে এ শীতকালীন পোশাকের আয়োজনে।

‘সারা’ লাইফস্টাইলের এ শীতকালীন সংগ্রহ থাকছে সব বয়সী ক্রেতাদের জন্য। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সারাতে আছে শিশুদের জন্য বিশেষ সংগ্রহ। শীতকালীন পোশাকের এ আয়োজনে হাল্কা এবং ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যাবে সারার সব আউটলেটেই।

শীত আয়োজনে ‘সারা’ এবার নিয়ে এসেছে ম্যানজ অ্যান্ড ওমেন্স বোম্বার জ্যাকেট, উইন্ড ব্রেকার, ব্লেজার, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস অ্যান্ড কুর্তি, ম্যানজ অ্যান্ড ওমেন্স কুইল্টেড ভেস্ট, ম্যানজ অ্যান্ড ওমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ। ৫০০ টাকা থেকে শুরু করেই এসব পোশাক আপনি পেতে পারেন শুধু সারা’তে।

শীতের পোশাক মানে শুধু উষ্ণতা নয়, ফ্যাশন, গুণগতমান, স্বাচ্ছন্দ্য এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে সারার এ আয়োজনে আরও থাকছে শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিন্স ফর ম্যানজ অ্যান্ড বয়েজ, পোলো টি-শার্ট, পাঞ্জাবি।

সারা’র শীতকালীন এ পোশাক সংগ্রহে বিভিন্ন জ্যাকেটের পাশাপাশি থাকছে ডেনিমের কালেকশন। ছেলে-মেয়ে এবং শিশুদের জন্যও থাকছে ফ্যাশনেবল এ ডেনিমের ভিন্নধর্মী কালেকশন। শীত মানেই শিশুদের প্রতি বাড়তি যত্ন, অধিক সতর্কতা। ‘সারা’ লাইফস্টাইল শিশুদের জন্য নিয়ে এসেছে আরামদায়ক সব শীতকালীন পোশাকের সংগ্রহ।

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬-এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক-এ-এর ৪০ এবং ৫৪ নং শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি-১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এই ঠিকানায়।

উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা- এই ঠিকানায়। বারিধারা ‘জে’ ব্লকে আছে ‘সারা’র আরেকটি আউটলেট। আর সম্প্রতি বনশ্রী ‘ই’ ব্লকের ১নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে চালু হয়েছে সারার ষষ্ঠ আউটলেট। এছাড়া ঢাকার বাইরে ‘সারা’র প্রথম আউটলেটের কার্যক্রম শুরু হয় রংপুরের জাহাজ কোম্পানির মোড়েই।

‘সারা’র নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে বিনামূল্যে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারাদেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডার করা পণ্য ডেলিভারি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *