শিল্প খাতের প্রবৃদ্ধিতে ধস
গত ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমেছে ১ দশমিক ৭ শতাংশ। প্রাথমিক হিসাবে গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৫ দশমিক ৮২ শতাংশ। চূড়ান্ত হিসাবে এটি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশ। ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৭ দশমিক ১০ শতাংশ এবং ৫ দশমিক ৭৮ শতাংশ। তবে প্রবৃদ্ধি সব থেকে বেশি কমেছে শিল্পখাতে। প্রায় অর্ধেক কমে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শিল্প খাত
চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ। যা সাময়িক হিসাবে ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৮৬ শতাংশ কমেছে। রফতানি আয়ের সংশোধিত হিসাব অনুযায়ী রফতানি নির্ভর শিল্প বিশেষভাবে তৈরি পোশাক শিল্পের উৎপাদনের নিম্নগতির কারণে শিল্প খাতের প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
কৃষি খাত
চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। যা সাময়িক হিসাবে ছিল ৩ দশমিক ২১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধির হার শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে।
সেবা খাত
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে সেবা খাতের প্রবৃদ্ধি ৫ দশমিক শূন্য ৯ শতাংশ হয়েছে। যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৮০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী সেবা খাতের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ২৮ শতাংশ কমেছে।
বিবিএস বলছে, সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমার উল্লেখযোগ্য প্রধান কারণ হচ্ছে রফতানি আয়ের সংশোধিত হিসাবের পরিপ্রেক্ষিতে শিল্প উৎপাদনের নিম্নগতি। বিবিএসের হিসাব মতে, গত ২০২২-২৩ অর্থবছরে চলতি মূল্যে জিডিপির আকার ছিল ৫০ লাখ ২ হাজার ৭০০ কোটি টাকা (৪৫ হাজার কোটি ডলার)।